সন্ত্রাস, জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে র্যাব জননিরাপত্তা নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক নির্মূলেও এই বাহিনীর অনেক ভূমিকা বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে কোন দিক দিয়ে মাদক প্রবেশ করে, তা চিহ্নিত করা হয়েছে। মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে।”
র্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয়। আর বিনা অপরাধে আমাদের দেশে (র্যাব সদস্যদের) নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।”
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ একমাত্র দেশ, সেখানে কেউ অপরাধ করলে শাস্তি নিশ্চিত করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা আমাদের বিনা কারণে বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে কোনো বাহিনীর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না।”